ভোলায় গুড়ি গুড়ি বৃষ্টি, লঞ্চ ও সী-ট্রাক চলাচল বন্ধ, দিনমজুর সহ যাত্রীদের ভোগান্তি চরমে

আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৬:০৯:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৬:০৯:১৭ অপরাহ্ন


আশিকুর রহমান শান্ত, ভোলা প্রতিনিধি : মৌসুমী বায়ুর প্রভাবে দ্বীপ জেলা ভোলায় রবিবার (৬ জুলাই) সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হালকা থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে।


সাগর উত্তাল হওয়ায় আজো সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এত করে টানা তৃতীয় দিনের মতো আজো ভোলা জেলার অভ্যন্তরীণ ১০ টি নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ ও সী-ট্রাক চলাচল বন্ধ  রয়েছে। অপরদিকে সারাদিন গুড়ি গুড়ি ও ভারি বর্ষা হওয়ায় সাধারণ খেটে খাওয়া দিনমজুররা পড়েছেন বিপাকে। চরম ভোগান্তির মধ্যে পড়েছে লঞ্চ ও সী-ট্রাককে চলাচল করা যাত্রীরা।


নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেক যাত্রী বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ ট্রলার যোগে ইলিশা - লক্ষীপুর রুটে যাতায়াত করে। এতে করে যে কোন মুহুর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তবে ভোলা-ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু এ রুটে লঞ্চ ও সী-ট্রাক চলাচল বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের ছিলো উপচে পড়া ভীড়।


ভোলা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, ভোলা জেলায় রবিবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরো জানান, আগামী ২/১ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


এদিকে বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দর সহকারী পরিচালক কর্মকর্তা রিয়াদ হোসেন জানান, সমুদ্র উত্তাল হওয়ায় সমুদ্র বন্দর গুলোতে আজো ৩ নাম্বার  সতর্ক সংকেত জারি করা রয়েছে। তাই টানা তৃতীয় দিনের মতো ভোলার ইলিশা-লক্ষীপুর, দৌলতখান-আলেকজান্ডার, তজুমদ্দিন-মনপুরা, মনপুরা-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-ঢাকা রুটসহ অভ্যন্তরীণ ১০ টি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই রুট গুলোতে লঞ্চ চলাচল বন্ধ থাকবে ‌




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]