নিজস্ব প্রতিবেদক : হত্যা মামলার আসামী মোঃ সাহাবুদ্দিন (৩৫) রাজধানীর কামরাঙ্গীরচরে র্যাব-১০ কর্তৃক গ্রেফতার।
গত ০১/০৫/২০২৫ তারিখ সকাল অনুমান ০৯.১০ ঘটিকার সময় ভিকটিম রিক্সাচালক মো: শান্ত (৩২) রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন শহীদ কাউছার রোডের আসামী মোঃ সাহাবুদ্দিন (৩৫) এর শরবতের দোকানের সামনে রিক্সা থামিয়ে আসামীর নিকট শরবত দিতে বলে।
আসামী সাহাবুদ্দিন শরবত দিলে শরবতে ময়লা থাকায় পরিবর্তন করে দিতে বললে সে পরিবর্তন করে দিবে না মর্মে জানালে ভিকটিম শান্তের সহিত আসামীর কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আসামী সাহাবুদ্দিন তার হাতে থাকা ধারালো চাকু দ্বারা এলোপাথারী আঘাত করে রক্তাক্ত কাটা জখম করে। উপস্থিত লোকজন ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় ভিকটিম মারা যায়।
এ ঘটনায় ভিকটিমের বাবা ডিএমপি, ঢাকার কামরাঙ্গীরচর থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ০৩, তারিখ- ০৪/০৫/২০২৫ খ্রি., ধারা- ৩০২ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গত ০৫/০৭/২০২৫ তারিখ রাত আনুমান ২২.২০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন খোলামোড়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় আসামী মোঃ সাহাবুদ্দিন (৩৫), পিতা- লালচাঁন মিয়া, সাং- টি এন টি মোড়, থানা- জাজিরা, জেলা- শরীয়তপুর’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।