ছাগল বিক্রির টাকা নিয়ে তুলকালাম কান্ড

আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৫:৩৭:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৫:৩৭:৪৫ অপরাহ্ন
 
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর তানোরে ছাগল বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিট ও ২০ হাজার টাকা ছিনতায়ের অভিযোগ পাওয়া গেছে।  তানোর উপজেলার মাদারিপুর বাজারে ঘটে মারপিট ও টাকা ছিনতায়ের ঘটনা। ওই দিন শেষ বিকেলের দিকে ছাগল মালিক মাদারিপুর গ্রামের খলিল বাদি হয়ে ছাগল ক্রেতা ওই গ্রামের দুলাল তার ভাই মিঠু ও রুবেল এবং বাবু ডাক্তারের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এঘটনায় উভয়ের পক্ষের মধ্যে এক প্রকার উত্তেজনা বিরাজ করছে।
 
 
তানোর উপজেলার খলিল মাদারিপুর বাজারে দুলালের নিকট ৩ হাজার টাকায় ছাগল বিক্রি করে। কিন্তু ছাগল বিক্রির পুরো টাকা না দিয়ে ১০০ টাকা কম দেয়। একারনে অসহায় ছাগল মালিক দুলালের কাছ থেকে ছাগল ফেরত নিয়ে বাড় চলে যায়। পুনরায় ছাগল বিক্রির জন্য বাজারে আসে খলিল। ছাগলটি তিনি ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করে।
 
 
এরই জের ধরে পূর্বের ক্রেতা দুলাল তার ভাই মিঠু এবং রুবেল ছাগল মালিক খলিলকে অকাথ্য ভাষায় গালাগালি করে। খলিলের চাচাতো ভাই মজিবুর গালাগালি করতে নিষেধ করলে তাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। তাকে উদ্ধার করতে খলিল আসলে তাকেও বেধড়ক পিটিয়ে টেনে হেচড়ে বাবু ডাক্তারের দোকানের কাছে নিয়ে যায়।

 
ভুক্তভোগী খালিল জানান, আমি গরীব অসহায়, আমাকে মেরে ধান ও ছাগল বিক্রির ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। সংবাদ পেয়ে আমার স্ত্রী আসলে তাকেও পেটায়। তাদের ভয়ে এলাকায় কেউ কথা বলতে পারেনা। আমি এঘটনার ন্যায্য বিচার চাই। তবে অভিযুক্তরা জানান, কথা-কাটাকাটি হয়েছে, মারপিট ও টাকা ছিনতায়ের কোন ঘটনা ঘটেনি। আমাদের কে ফাঁসানোর জন্য খলিল এসব নাটক সাজিয়েছে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]