সংস্কার না করে নির্বাচন হলে, এটা হবে নির্বাচনকে গণহত্যার শামিল- ডা. শফিকুর রহমান

আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৫:৩১:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১১:১৭:৪০ অপরাহ্ন
 
 
জাহিদ হাসান চৌধুরী, ফেনী প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই ( শনিবার) সন্ধ্যায় শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, সংস্কার না করে নির্বাচন হলে, এটা হবে নির্বাচনকে গণহত্যার শামিল।

 
এ সময় তিনি আরো বলেন, দেশ নতুন করে কোন দুবৃত্তের হাতে বন্ধি হয়ে যাক, নতুন করে আরেকটি ফ্যাসিবাদ চলে আসুক এটা আমরা চাই না। ফ্যসিবাদ নতুন কিংবা পুরাতন সেটা বিষয় না। কোন ফ্যাসিবাদ বাংলাদেশে থাকতে পারবে না। আমাদের সন্তানেরা লড়াই করেছে অধিকারের জন্য অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। অধিকার প্রতিষ্ঠার প্রথম শর্ত হলো একটি সুষ্ঠ নির্বাচন। নির্বাচনের বিষয়ে আমরা স্পষ্টভাবে বলেছি, কিছু মৌলিক এবং জরুরী সংস্কার হতে হবে। এ সংস্কারে বাধা দেয়া কোন দলের রাজনৈতিক সদিচ্ছা হতে পারে না। নির্বাচন কমিশনকে সহযোগিতা করুন আমরা সহযোগিতা করছি। মৌলিক স্বার্থের জায়গায় আমরা একটা ঐক্যে আছি।

 
এ সময় তিনি আরো বলেন, গত কয়েকদিন আগেও বলা হতো যে আমরা উন্নয়নের মহাসড়কে উঠেছি। এ মহাসড়ক দেখা না গেলেও তারা এ মহাসড়কে উঠে দেশ থেকে ২৬ লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। যা আমাদের দেশের কয়েকটি বাজেটের সমান। এসময় আওয়ামী লীগের সমালোচনা করে তিনি আরো বলেন, বিচারের নামে মানুষকে নয়, বিচারকে  খুন করা হয়েছে। বিচারের নামে প্রহসন করে আমাদের আলেমদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া হয়েছে। সিনিয়র নেতৃবৃন্দকে খুন করা হয়েছে সে সংগঠনের নাম বাংলাদেশ জামাতে ইসলামী।

 
ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কেন্দ্রীয় মজলিস শূরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ডা. ফখরুদ্দিন মানিক, জেলা সেক্রেটারি আব্দুর রহিম।

 
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী নির্বাচন আমাদের জীবন মরণ সংগ্রামের নির্বাচন, আমাদের ঐক্যের নির্বাচন। আগামী নির্বাচন চ্যালেঞ্জের নির্বাচন মিথ্যার বিরুদ্ধে সত্যের নির্বাচন।
এর আগে সকাল থেকে জেলার জামায়াতের রুকনদের নিয়ে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। 





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]