​"দ্য নেক্সট ওয়েভ" প্রতিপাদ্যে কুবিতে টেডএক্স এর দ্বিতীয় আয়োজন

আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৪:৫৪:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৪:৫৪:১১ অপরাহ্ন


কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মত আয়োজিত হচ্ছে টেড অনুমোদিত আন্তর্জাতিক ইভেন্ট টেডএক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আগামী ১৯ জুলাই (শনিবার) কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হবে। 


কুবি শিক্ষার্থী ছাড়াও এতে অংশ নিতে পারবে কুমিল্লার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অংশগ্রহণের জন্য কুবি ক্যাম্পাসে টেডএক্স এর বুথে গিয়ে অথবা অনলাইনে টেডএক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর অফিসিয়াল পেইজে দেয়া লিংক থেকে ১০ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশন করে টিকিট সংগ্রহ করতে হবে।


এবারের আয়োজনে এখন পর্যন্ত আয়োজন কমিটি থেকে  আটজন বক্তার নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন, ব্রিটিশ অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যান, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, লেখক ও সাবেক সেনা কর্মকর্তা মেজর মোঃ দেলওয়ার হোসেন (ডেল এইচ খান), জ্যোতির্বিজ্ঞান বিষয়ক আলোকচিত্রী (অ্যাস্ট্রোফটোগ্রাফার) জুবায়ের কাওলিন, স্টার নিউজের প্রধান নির্বাহী (আউটপুট) ফারাবী হাফিজ, পিসি বিল্ডার বাংলাদেশের প্রধান সম্পাদক অনন্য জামান, ডেইলি স্টারের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা তাজদীন হাসান, ফকির গ্রুপের প্রধান মানব সম্পদ কর্মকর্তা সুমন কান্তি সিংহ। এছাড়া আরও, বেশ কয়েকজন বক্তা উপস্থিত থাকবেন বলে আয়োজক কমিটি থেকে জানানো হয়েছে।


এ বছরের প্রতিপাদ্য "দ্য নেক্সট ওয়েভ" কেন রাখা হলো এ বিষয়ে ইভেন্টের কো-অর্গানাইজার হুরে জান্নাত অর্ণা বলেন, ''আমরা যখন এ বছরের থিম ঠিক করি, তখন ভাবছিলাম আসল পরিবর্তন আসে কোথা থেকে? অনেকে ভাবে এটা বড় কারো হাত ধরে আসে, দূর থেকে আসে। কিন্তু আসলে প্রায়ই এটা শুরু হয় একদম ছোট কিছু থেকে- একটা ভাবনা, কারো সাহসী কথা, কারো মনে জন্ম নেওয়া নতুন প্রশ্ন থেকে। এখন আমাদের চারপাশে সেটাই হচ্ছে। তরুণরা নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে, পুরনো ধ্যানধারণাকে চ্যালেঞ্জ করছে, আলাদা কিছু করতে আর অনুমতির অপেক্ষা করছে না।"


লাইসেন্স এন্ড লিড অর্গানাইজার খান মোহাম্মদ সালেহ কথা বলেন, এবারের কুবির টেডএক্স এর  ‘X’ ডিজাইন নিয়ে।তিনি জানান, " 'X' এর অংশগুলো দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নীল বাস, ওয়েভ থিম, প্রধান ফটক, ওয়াচ টাওয়ার এবং ময়নামতির টেরাকোটা নকশা একত্রিত করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সম্ভাবনাময় ভবিষ্যতের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।”


টেডএক্স হলো টেড অনুমোদিত একটি প্ল্যাটফর্ম। আর TED হলো আমেরিকা ভিত্তিক একটি অলাভজনক মিডিয়া অর্গানাইজেশন যেটি আন্তর্জাতিকভাবে বিভিন্ন ইভেন্ট বা কনফারেন্সের আয়োজন করে বিশ্বের বিখ্যাত এবং ভিন্নধর্মী কাজে যুক্ত এমন ব্যক্তিদের সেখানে আমন্ত্রণ জানায়। এ সকল ব্যক্তিরা তাঁদের অভিজ্ঞতা, উদ্ভাবনী ধারণা ও কৌশল এবং সমাজের বিভিন্ন ইতিবাচক বিষয় নিয়ে ১৮ মিনিট করে এখানে কথা বলেন।


উল্লেখ্য, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর TEDxCoU এর প্রথম ইভেন্টটি আয়োজিত হয়েছিল। ঐ বছরের ১৭ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় টেড থেকে টেডএক্স এর ইভেন্ট আয়োজনের জন্য অনুমোদন পায়।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]