ভান্ডারিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর ঘরে ডাকাতি

আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ১১:৩৭:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ১১:৩৭:২৪ অপরাহ্ন


পিরোজপুর প্রতিনিধি


পিরোজপুরের ভান্ডারিয়ায় এক প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মালামাল লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা গ্রামের সৌদিপ্রবাসি মো. আল আমীন আকন (৪২) এর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।


শনিবার সন্ধায় আল আমীন আকনের স্ত্রী জেসমিন বেগম জানান, আল আমীন দীর্ঘ বছর ধরে বিদেশে আছেন। তার অনুপস্থিতিতে বাড়িতে তিনি এবং তার ছেলে আব্দুল্লাহ (১৭) ও মেয়ে নুসরাত জহান (৯) বসবাস করেন। শুক্রবার রাত ৩০টার দিকে হঠাৎ ৫-৬ জনের মুখোশধারী একদল ডাকাত ঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা প্রথমেই পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের মালামাল তছনছ করে দুইটি স্মার্ট ফোন, দুই টি স্বর্ণের চেইন, ২ টি স্বর্নের আংটিসহ স্বর্ণালংকার, বিদেশি কম্বল লুট করে নিয়ে যায়। এসময় নগদ ২ লাখ টাকা লুণ্ঠন করে ডাকাতরা নির্বিঘেœ পালিয়ে যায়। ঘটনার পরপরই ভান্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে।


ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ আনওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন। ঘটনার তদন্ত চলছে। পরিবারের পক্ষ গতে লিখিত অভিযোগ পেলেই যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]