শেরপুরের নালিতাবাড়ীতে বন্য হাতির মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৬:৫২:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৬:৫২:৫২ অপরাহ্ন
 
 
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় সীমান্তবর্তী জঙ্গ‌ল থেকে এক‌টি বন্য হা‌তির মর‌দেহ উদ্ধার ক‌রা হ‌য়ে‌ছে। আজ ৫ জুলাই শ‌নিবার সকাল সা‌ড়ে ৯টার দি‌কে কাটাবা‌ড়ি ব‌নের পা‌শ থেকে হা‌তি‌টির মর‌দেহ উদ্ধার করেছে বন বিভাগ । বিষয়টি নিশ্চিত করেছেন মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী। বন বিভাগের ধারণা তার দিয়ে ফাঁদ পেতে সেখানে বিদ্যুৎ সংযোগ দিয়ে হাতিটিকে হত্যা করা হয়ে থাকতে পারে। 

 
বন বিভাগ ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, বন্যহা‌তির আক্রমণ থে‌কে বা‌ড়িঘর ও ফসল রক্ষার জন্য স্থানীয় কৃষকরা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে তা দিয়ে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখেন। এতে করে আলো দেখে ভয়ে বন্যহাতির দল ধানখেত ও লোকালয়ে কম আসে। ৪ জুলাই শুক্রবার রাতে  প্রায় ৮-১০ টি বন্যহাতির একটি দল ভারতের সীমান্তবর্তী নাকুগাঁও এলাকা থেকে উত্তর কাটাবাড়ি এলাকায় আসে। পরে রাতের কোন এক সময়ে হা‌তি‌টি‌ এলকাবাসির পাতানো বিদ্যুৎতের তা‌রে জ‌ড়ি‌য়ে মারা যেতে পারে বলে ধারণা করছে বন বিভাগ। সকা‌লে হা‌তির মৃত্যুর খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা ছুটে যান ঘটনাস্থলে। 

 
বিষয়টি নিয়ে মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী জানান, হা‌তি‌টির বয়স ১৫ থে‌কে ১৬ বছর হ‌তে পারে। রা‌তের কোন এক সময়ে হা‌তি‌টি পাতানো বিদ্যুতের তা‌রে জ‌ড়ি‌য়ে মারা যেতে পারে। মৃত হাতিটির ময়নাতদ‌ন্ত ক‌রা হ‌বে এবং বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের স‌ঙ্গে কথা ব‌লে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]