দেশে ধর্মীয় সম্প্রীতি, বিশ্বাস ও মানুষের একতা নিয়ে বিশেষ আলোচনা সভা

আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৬:১০:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৬:১০:১০ অপরাহ্ন

 

শাহ কামাল সবুজ

ঢাকায় অবস্থিত জাতীয় বাহাই কেন্দ্রে বিভিন্ন ধর্মের অনুসারীর প্রায় ৫০ এর মতো যুবক দেশে বসবাসরত বিভিন্ন ধর্মের অনুসারীদের জীবন যাত্রা, তাদের বিশ্বাস ও বাংলাদেশে তাদের ইতিহাস সম্পর্কে জানার লক্ষ্যে তাদের "তীর্থ যাত্রা" শির্ষক একটি কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের বাহাই ধর্মাবলম্বীদের কেন্দ্রে আসেন।

 

উক্ত কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন ময়মনসিংহের একটি বেসরকারি সংস্থার প্রধান, শান্তি মিত্র। যারা বাংলাদেশের বিভিন্ন স্থানে শিশু, কিশোরদের মানুষিক ও নৈতিক বিকাশের জন্য দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছেন। তাদের সহায়তায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়র শিক্ষার্থীরা বিভিন্ন ধর্মের উপাসনালয় ও ধর্মীয় কেন্দ্রে পরিদর্শন করেন।

 

জাতীয় বাহাই কেন্দ্রে তাদেরকে বাহাই ধর্ম ও তার সম্প্রদায়ের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানানো হয়। মি মাহমুদুল হক বাংলাদেশের বাহাই সম্প্রদায়ের ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং মিসেস নাজিয়া আলম শিশু কিশোরদের মানসিক ও নৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সারা দেশে বাহাই সম্প্রদায় কর্তৃক পরিচালিত প্রকল্পসমূহ সম্পর্কে উপস্থিত শিক্ষার্থীদেরকে জানান। শেষে ডাঃ কলিস আলি পুরোহিত বিহীন এই বাহাই সমাজ কিভাবে একটি গনতান্ত্রিক ভাবে নির্বাচিত পরিষদ দ্বারা পরিচালিত হয় তার সংক্ষিপ্ত রূপরেখা বর্ণনা করেন।
শেষে শিক্ষার্থীদের জন্য প্রশ্ন-উত্তরের একটি প্রাণবন্ত পর্ব রাখা হয়।

 

উক্ত অনুষ্ঠানটি মিসেস নিপা রায় পরিচালনা করেন। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের ও শান্তি মিত্রের কর্মকর্তাদেরকে এমন একটি সময়োপযোগী উদ্যাগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানান এবং ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতার সংস্কৃতিকে উৎসাহ প্রদানকারী যে কোন পদক্ষেপে বাংলাদেশের বাহাই সম্প্রদায়ের সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]