
মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়, বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে পঞ্চগড়ের বোদা উপজেলায় ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জানা গেছে, গতকাল গভীর রাতে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালায়। অভিযানে ১০ পিস ইয়াবা, ৩ পিস ট্যাপেন্টাডল, কিছু পরিমাণ গাঁজা, মাদকসেবনের বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দেবীগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন খালিদ এবং বোদা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট জাহিদ। বোদা ও দেবীগঞ্জ সেনা ক্যাম্পের সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন- কৈলাশ চন্দ্র রায় (৩০), পিতা: মৃত সাতালু চন্দ্র ঘোষ, গ্রাম: মলানীপাড়া, ময়দানদিঘী ইউনিয়ন ফারুখ ইসলাম (৩৪), পিতা: তছির উদ্দিন, গ্রাম: ময়দানদিঘী বাজার, বোদা
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, “সেনাবাহিনীর টহল দল তাদের মাদকসহ আটক করে আমাদের জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আটককৃতরা দীর্ঘদিন ধরে গোপনে অবৈধভাবে মাদকের ব্যবসা করে আসছিল।