গণধর্ষণ মামলার আসামী বোরহান রাজধানীর ডেমরায় র‌্যাব কর্তৃক গ্রেফতার।

আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৪:১১:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৪:১১:০২ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক : গণধর্ষণ মামলার আসামী বোরহান (৩৮) রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।


গত ১০/০৬/২০২৫ তারিখ রাত অনুমান ২০.০০ ঘটিকার সময় ভিকটিম (২৯) ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া মাতুয়াইল নিউ মার্কেটে তার ২য় ডিভোর্সী স্বামী মোঃ প্রিন্স খাঁন (৩২)’কে দুইটি সিম ফেরত দেওয়ার জন্য গেলে সেখানে ১ম ডিভোর্সী স্বামী মোঃ স্বপন @ হেদু (৪২)’(আসামী)কে দেখতে পায়। একই তারিখ রাত অনুমান ২১.০০ ঘটিকার সময় আসামী মোঃ স্বপন @ হেদু (৪২) ভিকটিম ও তার ডিভোর্সী স্বামী মোঃ প্রিন্স খাঁনকে নিয়ে যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া মাতুয়াইল নিউ মার্কেট সংলগ্ন মান্নান স্কুলের কাছে একটি ক্লাবে যায়।


উক্ত ক্লাবে আসামী মোঃ বোরহান উদ্দিন (৩৮)’সহ অপরাপর আসামীগণ মোঃ প্রিন্স খাঁন’কে বাক-বিতণ্ডার এক পর্যায়ে এলোপাথারী মারধর করে এবং ভিকটিমের নিকট থেকে মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে নেয়। মোঃ প্রিন্স খাঁন একই তারিখ রাত অনুমান ২৩.৫৫ ঘটিকার সময় ক্লাব থেকে বের হয়ে যায়। পরবর্তীতে গত ১১/০৬/২০২৫ তারিখ রাত অনুমান ০২.০০ ঘটিকার সময় আসামীগণ ভিকটিমকে বাসায় পৌছে দেওয়ার কথা বলে যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া মিনি কক্সবাজারের বালুর মাঠের পশ্চিম পার্শে¦র কাঁশবনে নিয়ে গিয়ে ভিকটিমকে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে।


এ ঘটনায়, ভিকটিমের বাবা ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ৩৩, তারিখ ১৩/০৬/২০২৫ খ্রি., ধারা- ৯(৩)/১০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; তৎসহ ৩২৩/৩৮৫/৩৭৯ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা গণধর্ষণে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।



এরই ধারাবাহিকতায় অদ্য ০৪/০৭/২০২৫ তারিখ রাত আনুমান ০১.২০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন শাহজালাল রোড পুরান কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত গণধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী মোঃ বোরহান উদ্দিন (৩৮), পিতা- হারিস মিয়া, সাং- শাহজালাল রোড, থানা- ডেমরা, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করে।  


গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]