সাইকেলে বাচ্চাদের খেলনা বিক্রি করে ইমাম হাসান

আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৩:৪৯:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৩:৪৯:১৭ অপরাহ্ন
 
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি

 
নওগাঁ থেকে একদিন রাজশাহীতে আসে ঈমান হাসান। কি করবে ভাবছিলো। সামান্য কিছু টাকা আছে হাতে। কি করা করা যায় ?
 
 
সারাদিন রাজশাহী শহরের এদিন, ওদিক ঘুরে বিভিন্ন চিন্তা ভাবনা করে, ঠিক করলো, সাইকেলে বাচ্চাদের খেলনা বিক্রি করবে। একটা পুরাতন সাইকেল, আর, কিছু বাচ্চাদের খেলনা কিনে, রাজশাহীর বিভিন্ন পাড়া, মহল্লায়, ঘুরে, ঘুরে বাচ্চাদের খেলনা, বিক্রি শুরু করলো ইমাম হাসান। আস্তে, আস্ত ভাগ্যের চাকা ঘুরতে শুরু হলো ইমাম হাসানের। 
 
 
প্রতিদিন সকাল, সকাল বাহির হয় বাচ্চাদের খেলার বিভিন্ন মালামাল সাইকেলে সাজিয়ে। কথা হলো ইমাম হাসান এর সাথে। সাইকেল টাই আমার দোকান। একেক দিন, একেক এলাকায় যাই। হরেক রকমের খেলনা দেখে ক্রেতা আকৃষ্ট হয়, তুলনামূলক দাম ও কম রাখে ইমাম হাসান। এভাবেই চলছে তার জীবন, জীবিকা। 
 
 
ইমাম হাসান একজন উদ্যোক্তা হয়েছেন। সততার সাথে উপার্জনের জন্য তার চেষ্টা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তার ভবিষ্যতেও অনেক বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী হবার ইচ্ছা আছে। এটা কোন ছোট গল্প নয়। এখান থেকেই আমাদের অনেক কিছুই শেখার আছে ।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]