৩ দফা দাবিতে রুয়েট ছাত্রদের সড়ক অবরোধ

আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৩:৪১:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৩:৪১:০৭ অপরাহ্ন
 
 
মো: গোলাম কিবরিয়া রাজশাহী প্রতিনিধি
 

৩ দফা দাবিতে এক ঘণ্টারও বেশি সময় ধরে রুয়েট ছাত্র দের সড়ক অবরোধ করে।  রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে তারা এই কর্মসূচি পালন করে। 
 
 
এর আগে, শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রধান ফটকের সামনে এসে মহাসড়ক অবরোধ করে। এতে সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
 
 
শিক্ষার্থীরা জানান, ইঞ্জিনিয়ারিং পেশার মর্যাদা রক্ষা এবং পেশাগত মান নিশ্চিত করতে তারা এই কর্মসূচি পালন করছেন। তাঁদের তিন দফা দাবি হলো- ১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড/সমমান পদে প্রবেশের জন্য পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং অবশ্যই বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

 
২. কোনো কোটা বা সমমান পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না, টেকনিক্যাল ১০ম গ্রেড/সমমান পদ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে- যাতে ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীরা সমানভাবে পরীক্ষায় অংশ নিতে পারেন।

 
৩. বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না- এ বিষয়ে আইন পাস করে গেজেট প্রকাশ করতে হবে।

 
শিক্ষার্থীদের দাবি, এসব ব্যবস্থা না নিলে প্রকৃত ইঞ্জিনিয়াররা অবমূল্যায়িত হবেন এবং পেশার মান ক্ষুণ্ন হবে। দাবিগুলো বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]