গৌরনদীতে মৎস্যজীবীর গরু জোরপূর্বক বিক্রির অভিযোগ

আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৭:০০:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৭:০০:১৩ অপরাহ্ন


প্রতিনিধি গৌরনদী : বরিশালের গৌরনদী উপজেলায় সরকারি অনুদানে মৎস্যজীবীদের দেওয়া গরু জোরপূর্বক বিক্রি করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হীরা রহমান সাদ্দামের বিরুদ্ধে।


পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৎস্যজীবী মো. জালাল হাওলাদার অভিযোগ করেন, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের প্রকল্পের আওতায় প্রাপ্ত গরুটি ছাত্রদল নেতা হীরা রহমান সাদ্দাম জোরপূর্বক কেড়ে নিয়ে বিক্রি করে দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সাদ্দাম একই এলাকার বাসিন্দা মো. মুকুল মিয়ার ছেলে এবং স্থানীয়ভাবে প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা হওয়ায় নিরুপায় হয়ে তাকে কিছু বলতে পারেননি।


তবে অভিযোগ অস্বীকার করে হীরা রহমান সাদ্দাম জানান, “আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। এটি আমার পরিবারের সঙ্গে পূর্বের ব্যক্তিগত শত্রুতার ফল। রাজনৈতিক ইমেজ নষ্ট করতে একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে এসব অপপ্রচার চালাচ্ছে।”


এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি বলেন, “বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”


স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণ হলে এটি সরকারি অনুদান বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন তুলতে পারে বলে মনে করছেন সচেতন মহল।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]