নাটোরে ৫ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগে এসআই জাফর মৃধা বরখাস্ত

আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৬:৫৬:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৬:৫৬:১৩ অপরাহ্ন


 নিজস্ব প্রতিবেদক : নাটোরে একটি মামলা থেকে আমেরিকা প্রবাসীর নাম বাদ দেওয়ার নামে ঘুষ চাওয়ার অভিযোগে নাটোর জেলার গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) জাফর মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


নাটোর জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আমেরিকা প্রবাসী রাসেল হোসাইন গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ রবিউল করিমের ছেলে।


জানা গেছে, গত ১৬ মে গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় বাজারে ফরিদ মোল্লার ছেলে রুবেল মোল্লাকে মারধর করে দুবৃর্ত্তরা,
এ ঘটনায় রুবেলের বাবা আমেরিকা প্রবাসী রাসেল হোসাইনকে প্রধান আসামী করে থানায় একটি মামলা করেন। এ ঘটনায় করা মামলার তদন্তের দায়িত্ব পান এসআই জাফর মৃধা। 


মামলা থেকে আমেরিকা প্রবাসী রাসেল হোসাইনের নাম প্রত্যাহারের শর্তে তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছে ৫ লাখ টাকা  ঘুষ দাবী করেন তিনি। 


তদন্ত করতে চাঁচকৈড় বাজারে প্রবাসীর দুটি ব্যবসা প্রতিষ্ঠানে যান এসআই। কথা বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের দেখভাল ও ম্যানেজারের দায়িত্বে থাকা গোলাম রাব্বির সঙ্গে। কথোপথনে প্রবাসীর নাম প্রত্যাহারের কথা বলেন তিনি। পরে ২ জুন মুঠোফোনে প্রবাসী আসামির নাম প্রত্যাহারে পাঁচ লাখ টাকা ঘুষ দিতে হবে বলে জানান।


বিষয়টি সামাজিকভাবে জানাজানি হলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর কর্তৃপক্ষ এসআই জাফর মৃধাকে সাময়িক বরখাস্ত করে নাটোর সদরের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে অভিযোগের পেক্ষিতে তদন্ত চলছে।


পুলিশ সূত্রে জানা যায়, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে থানার উপপরিদর্শক (এসআই) জাফর মৃধাকে নিজ কর্মস্থল থেকে সরিয়ে নাটোর সদরের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।


নাটোর জেলা পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পুলিশ সদস্য হিসেবে কারও ঘুষ নেওয়ার অভিযোগ খুবই গর্হিত। আনিত অভিযোগে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]