উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি গ্রেফতার।

আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০১:৩২:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০১:৩৯:৫৭ পূর্বাহ্ন
 
 
মো: কোরবান আলী রিপন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)। উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি (৬৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (০১ জুন) রাত ৮ টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার ভাঙ্গাবাড়ি এলাকা থেকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় উল্লাপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা ফয়সাল কাদের রুমি উল্লাপাড়া পৌরশহরের শ্যামলীপাড়া মহল্লার বাসিন্দা। তার পিতা মৃত মুনছুর আলী মিয়া।

 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফয়সাল কাদের রুমিকে গ্রেপ্তার করা হয়। আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে তিনি বিভিন্ন জায়গায় আত্ম- গোপনে ছিলেন। স্থানীয় বিএনপির বিস্ফোরক ও অফিস পোড়ানো মামলায় তাকে গ্রেপ্তার করে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান জানান, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ পৌর শহরে তার নিকট আত্মীয়ের বাড়িতে আত্মগোপন ছিলেন। রবিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে তাকে উল্লাপাড়া মডেল থানা পুলিশের হাতে হস্তান্তর করেন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]