জগন্নাথপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংর্ঘষ: নিহত ১, আহত ২০

আপলোড সময় : ০১-০৬-২০২৫ ০৩:৪৫:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৬-২০২৫ ০৩:৪৫:৪১ পূর্বাহ্ন
 
 
মাসুম আহমদ : সুনামগঞ্জের জগন্নাথপুরে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত খালেদ মিয়া (৪৭) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘন্টাব্যাপি সংর্ঘষে উভয় পক্ষের আরও ২০ জন আহত হয়েছেন।

 
শনিবার (৩১ মে) বিকেলে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালনীচর গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটে।
পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংঘর্ষে আহত ওই ব্যক্তি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালনীচর গ্রামের মোবারক হোসেন মেন্দি ও একই গ্রামের রুয়েল মিয়া মধ্যে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলছিল। এরই জেরে শনিবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপি সংর্ঘষে উভয় পক্ষের অনন্ত ২০ জন আহত হন। এরমধ্যে মোবারক হোসেন মেন্দির পক্ষে আলী হোসেন (২৫), ইমরান (২৫), আজাদ মিয়া (৩৫) ও রুয়েল মিয়ার পক্ষের খালেদ মিয়া (৪৭), সিজিল মিয়া (৩০), রহিম মিয়া (৩৬), লুৎফর মিয়াকে (৪০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালেদ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, সংর্ঘষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। সেখানে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্ত করা হবে।

 
ওসি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]