
মোঃ অপু খান চৌধুরী। কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে গতকাল সোমবার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা সীমান্তবর্তী বিভিন্ন এলাকা হতে মাদক ও চোরাচালান বিরোধী।
বিশেষ অভিযান পরিচালনা করে ৫৪,৪৪,৫০০/- (চুয়ান্ন লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশত) টাকা মূল্যের অবৈধ ভারতীয় ৬০,২০০ পিস বাঁজি, ১১৮৯ কেজি জিরাসহ বিপুল পরিমান রেডবুল এনার্জি ড্রিংক, গাঁজা, হুইস্কি, ইস্কাফ সিরাপ এবং বাংলাদেশী ০১ টি পিকআপ আটক করে।
বিজিবি জানান, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে বলে জানিয়েছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুহীত উল আলম, পিবিজিএম।