গোলাপগঞ্জে প্রবাসী বিএনপি নেতা সামছু ও তপুকে সংবর্ধনা

আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ১২:২৪:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ১২:২৪:৩৫ পূর্বাহ্ন
 
 
নিজস্ব প্রতিবেদক : সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্য বিএনপি নেতা গোলাপগঞ্জের কৃতিসন্তান তোফায়েল বাছিত তপু এবং বিমান বন্দর থানা বিএনপির সংগ্রামী আহবায়ক আবদুল কাদির সামছুকে সংবর্ধনা দিয়েছে গোলাপগঞ্জ উপজেলা বিএনপি।

 
সোমবার বিকেলে উপজেলার চৌমুহনীতে আয়োজিত সংবর্ধনায় গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব নুৃমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে তুফায়েল বাছিত তপু এবং আব্দুল কাদির সামছু এর বিশাল সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের,


গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, সিলেট জেলা যুবদলের সাবেক আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুক কাদির সামছু ও তোফায়েল বাছিত তপু।

 
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, আওয়ামিলীগকে দেশ থেকে বিতাড়িত করতে আমরা দেশে রাজপথে লড়েছি। আর আমাদের প্রবাসী নেতাকর্মীরা যেখানেই ফ্যাসিস্ট হাসিনা গেছে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলেছেন। তাই ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আমাদের প্রবাসীদের ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

 
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ২০২৪ এর বৈষম্যবিরোধী আন্দোলন এবং বিগত ১৭ বছর থেকে চলা গণতান্ত্র পুনরুদ্ধার আন্দোলনে প্রবাসে থাকা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা গণতন্ত্রের পক্ষে জনমত তৈরি করে অবৈধ হাসিনাকে প্রতিরোধ করেছেন। বহিঃবিশ্বে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায় করেছেন। তাই ফয়াসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসীরা সম্মূখ সারির যোদ্ধা।

 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ, এসএ রিপন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]