শেরপুরের নকলায় ৩ দিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন

আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৩:৩৮:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৩:৩৮:৪৯ অপরাহ্ন
 
 
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : "নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি' এ প্রতিপাদ্যে শেরপুরের নকলায় ভূমি মেলা ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা হয়েছে। 

 
২৫ মে রবিবার সকালে ভূমি মন্ত্রণালয়ের ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস এসবের আয়োজন করে। 

 
উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ৩ দিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। 

 
উদ্বোধনী অনুষ্ঠানে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উমর ফারুক, সদর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারি ভূমি কর্মকর্তা মো. হাসানুজ্জামান, সাংবাদিক হারুনুর রশীদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ভূমি অফিসের মিউটেশন সহকারি কারনিজ ফারহানা রিতু। 

 
সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার জানান, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ভূমি সংক্রান্ত সেবাদানে সরকারের গৃহীত কার্যক্রম প্রচারের লক্ষেই ভূমি মেলার আয়োজন।


মেলায় সেবাপ্রার্থীগণ কিভাবে অনলাইনে ভূমি নামজারীর আবেদন করবেন, কিভাবে অনলাইনে রেজিষ্ট্রেশন করে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন এসব নানা বিষয়ে সেবা প্রদান করা হবে। এজন্য সেবাপ্রার্থীদের মেলায় স্থাপিত নিজনিজ ইউনিয়ন ভূমি অফিসের স্টলগুলোতে এসে সেবা গ্রহণের আহবান জানিয়েছেন সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার।

 
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সেবাগ্রহীতা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]