র‍্যাব পরিচয়ে যাত্রীবাহী বাসে ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার করেছে র‍্যাব।

আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৩:১৫:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৩:১৫:০৫ অপরাহ্ন
 
 
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানাধীন কেওঢালা এলাকায় র‍্যাব পরিচয়ে যাত্রীবাহী বাসে ডাকাতি মামলার একাধিক ওয়ারেন্টভুক্ত প্রধান পলাতক আসামি মোঃ আল-আমিন (৩০) কে ঢাকা মহানগরীর ডেমরা থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৩।
 
 
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
 

এরই ধারাবাহিকতায় গত ১৪ জানুয়ারি ২০২৫ তারিখ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাব পরিচয় দিয়ে যাত্রীবাহী বাস হতে জোরপূর্বক দুবাই প্রবাসী আবু হানিফ এর কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার ডাকাতি করে পালিয়ে যায়। ডাকাতির ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ও চাঞ্চল্যকর সৃষ্টি করে। পরবর্তীতে ভিকটিম আবু হানিফ বাদী হয়ে নারায়ণগঞ্জ এর বন্দর থানায় একটি মামলা দায়ের করে এবং উক্ত ঘটনাটি র‍্যাব-৩ এর নজরে আসলে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি শুরু করে এবং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির ভিত্তিতে ২৪ মে ২০২৫ তারিখ রাত ২৩৩০ ঘটিকার সময় রাজধানীর ডেমরা থানাধীন এলাকা হতে র‍্যাব পরিচয় দিয়ে ডাকাতি মামলার একাধিক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আল-আমিন (৩০), পিতাঃ মৃত ওসমান গনি, সাং-পশ্চিম নন্দীপাড়া, থানাঃ খিলগাঁও, ডিএমপি ঢাকা ,কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 

গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ বন্দর ও বিভিন্ন এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত করে আসছে বলে জানায়। এছাড়াও ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রমের দায়ে বিভিন্ন থানায় তার নামে ১২টি মামলা রয়েছে। 
 

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]