ভুল্লী নদীর বেইলী ব্রিজের দাবিতে মানববন্ধন

আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৫:১৬:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৫:২১:৪১ অপরাহ্ন


মোঃ আকতারুজ্জামান দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পামুলী ইউনিয়নের ভুল্লী নদীর উপর নির্মিতব্য সেতুর পাশে বেইলী ব্রীজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ২টায় ভুল্লী নদী তীর সংলগ্ন এলাকায় অন্তত দুই শতাধিক এলাকাবাসী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।


মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি ভুল্লী নদীতে সেতু নির্মাণের জন্য পুরনো লোহার সেতুটি দরপত্রের মাধ্যমে ভেঙ্গে ফেলা হয়েছে। পুরনো লোহার সেতু ভেঙ্গে ফেলার পর ভিন্ন দরপত্রের অধীনে শুরু হয় সেতু নির্মাণ কাজ। সেতু নির্মাণ কাজ শুরু হলেও এখানে কোন অস্থায়ী বেইলী ব্রীজ নির্মাণ করে নি ঠিকাদার। এতে পামুলী ইউনিয়নসহ দেবীডুবা ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। নদী পারাপারে বেইলি ব্রীজ না থাকায় কৃষিপণ্য পরিবহন সমস্যায় কৃষকদের কপালে চিন্তার ভাঁজ দেখা গেছে।


বক্তারা বলেন, ভৌগোলিক ও আবহাওয়াজনিত কারণে পামুলী ও দেবীডুবার একাংশে প্রচুর পরিমাণে বাদাম ও ভুট্টার ফলন হয়। চলতি মৌসুমে ভুল্লী নদীতে সেতু না থাকায় বাইরে থেকে পাইকাররা কৃষিপণ্য নিতে অনীহা প্রকাশ করছে। স্থানীয় ভাবে ভ্যানে পণ্য পরিবহনের সময় প্রায় সময় ভ্যান উলটে যাওয়ার ঘটনা ঘটছে। এছাড়া লক্ষীর হাট ও আশপাশের এলাকা থেকে পামুলী ইউনিয়নে প্রবেশের মূল সড়কও এটি। ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও এর বিরূপ প্রভাব পড়ছে।


বক্তারা অভিযোগ করেন, প্রায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ রয়েছে সেতু নির্মাণে। দুর্ভোগের কথা চিন্তা করে এখানে ঠিকাদারের বেইলী ব্রীজ নির্মাণ করা উচিত ছিল। কিন্তু সেখানে দায়সারা ভাবে মাটি দিয়ে ডাইভারশন রাস্তা নির্মাণ করে দিয়েছে।


সামনে বর্ষা মৌসুমে এই রাস্তাটিও ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। 
আগামী সাতদিনের মধ্যে বেইলী ব্রীজ নির্মাণ না করলে অনশন শুরুসহ সেতুর কাজ বন্ধ করার হুশিয়ারি দেন স্থানীয়রা।


এইদিকে এলজিইডি সূত্র জানায়, বৃহত্তর দিনাজপুর জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে ৪ কোটি ৫৮ লাখ ১৯ হাজার ১৬১ টাকায় ভুল্লী নদীর উপর ৫০ মিটার আরসিসি গার্ডার সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। এখানে সাধারণ মানুষের যাতায়াতের জন্য প্রাক্কলনে ৫০ মিটার দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের একটি বাঁশের সাঁকো নির্মাণের কথা বলা আছে। যাতে বরাদ্দ রয়েছে ২ লাখ ৩ হাজার টাকা। তবে এখানে কোন বেইলী ব্রীজ নির্মাণের কথা বলা নেই। কাজটি পেয়েছে রাজশাহীর বরেন্দ্র কন্সট্রাকশন লিমিটেড। প্রতিষ্ঠানটির পক্ষে কাজটির তদারকির দায়িত্বে আছেন জাহিদুজ্জামান রাসেল।


জাহিদুজ্জামান রাছেল বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সাধারণ মানুষের দাবির সাথে একমত। তবে প্রাক্কলনের বেইলী ব্রীজ নির্মাণের জন্য কিংবা ভাড়া নেওয়ার জন্য কোন বরাদ্দ নেই। কাজের শুরুতে ডাইভারশন রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। সামনে বর্ষা মৌসুমের জন্য পাশে কাঠের সাঁকো তৈরির প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু স্থানীয়রা কাজ করে দিচ্ছে না। তারা এলজিইডি'র উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যদি বরাদ্দ আনতে পারে তাহলে আমাদের বেইলী ব্রীজ নির্মাণ করে দিতে সমস্যা নেই।


মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সহ সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: তবারক হ্যাপি, দেবীডুবা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মজনু, পামুলী ইউনিয়ন বিএনপি'র সভাপতি আবুল বাশার প্রধান প্রমুখ।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]