খোকসায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক ৭ আসামি গ্রেফতার

আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০১:১৭:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০১:১৭:৪৯ পূর্বাহ্ন



রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক ৭ আসামি গ্রেফতার করা হয়েছে। 


বুধবার দিবাগত গভীর রাতে খোকসা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে আদালতের সমন বা হাজিরার নির্দেশনা অমান্য করে আত্মগোপনে ছিল। আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে খোকসা থানা পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়।


গ্রেফতারকৃত আসামিরা হলেন-
আব্দুল আলিম, পিতা: মোঃ তাজউদ্দিন বিশ্বাস, গ্রাম: খোকসা কমলাপুর, মামলা নং: সিআর-৫০/২৫ মোঃ জুয়েল হোসেন, পিতা: মোঃ আঃ কুদ্দুস শেখ, গ্রাম: খোকসা কাদিরপুর, মামলা নং: সিআর-২৮/২৫ মোঃ আকাশ শেখ, পিতা: আজাদ আলী শেখ, গ্রাম: খোকসা বি. মির্জাপুর, মামলা নং: মিস-০১/২০২৫ (এনজিআর) খালেক প্রামানিক, পিতা: সুবিদ প্রামানিক, গ্রাম: খোকসা জয়ন্তীহাজরা, মামলা নং: সিআর-২৬০/২৪ মোঃ রবিউল ইসলাম, পিতা: গোলাম আলী, গ্রাম: খোকসা বেতবাড়ীয়া, মামলা নং: সিআর-২৫৬/২৪ গোলাম আলী, পিতা: মৃত ইয়াছিন মন্ডল, গ্রাম: খোকসা বেতবাড়ীয়া, মামলা নং: সিআর-২৫৬/২৪ মোছাঃ মনোয়ারা খাতুন, স্বামী: গোলাম আলী, গ্রাম: খোকসা বেতবাড়ীয়া, মামলা নং: সিআর-২৫৬/২৪ খোকসা থানার অফিসার ইনচার্জ বলেন,আদালতের নির্দেশ অমান্য করে যারা আত্মগোপনে ছিলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আমরা এই অভিযান পরিচালনা করেছি।


এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শেখ মঈনুল ইসলাম জানান, সকল আসামিকে নিয়মিত মামলার প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই সফল অভিযানের মাধ্যমে আদালতের নির্দেশ বাস্তবায়ন এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের অঙ্গীকার পুনরায় দৃঢ় হয়েছে।










 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]