যে ভাবে চলে ধর্মগড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

আপলোড সময় : ২১-০৫-২০২৫ ১১:০৮:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৫ ১১:০৮:৫৫ অপরাহ্ন
 
 
পেয়ার আলী: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় (চেকপোস্ট) নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অনিয়ম পাওয়া গেছে।

 
২১ মে (বুধবার)  দুপুর ২ টায় বিদ্যালয় পরিদর্শনে গেলে বিদ্যালয়টি বন্ধ পাওয়া যায়। স্কুলটির প্রধান শিক্ষককে কল করা হলে তিনি রানীশংকৈলে আসছেন বলে জানান।

 
স্থানীয় মজিবর রহমান জানান- স্কুলের নিয়ম নীতি নেই। প্রধান শিক্ষক যে, ভাবে চাই সেভাবেই চলে এই নিম্ন মাধ্যমিক স্কুলটি। স্কুলটির ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হলেও বেতনভুক্ত হন ২০১০ সালে। স্কুলটির বর্তমান শিক্ষক ৮ জন, কেরানি ১ জন, নৈশ্য প্রহরী ১ জন, পিয়ন ৪ জন দায়িত্বে আছেন। বিগত দিনগুলোতে আ: মালেক বিভিন্ন রাজনৈতিক তদবির করে বরাদ্দ নিয়ে আসলেও ছিটে ফোটাও নেই উন্নয়ন। বিদ্যালয়ের মাঠটি ভুট্রা শুকানোর কাজে ব্যবহার করছেন স্থানীয় মানুষ। বিগত দিনে বিদ্যালয়ের জামগাছ ক্ষমতা পেশী দেখিয়ে বিক্রী করেছেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। হাজিরা খাতায় ছাত্র -ছাত্রী সংখ্যা ম্যানুয়াল দেখালেও বাস্তবের চিত্র ভিন্ন। স্কুল সংস্কারের নামে ২০২৪--২০২৫ অর্থবছরের টিআর বরাদ্দ নিয়েছেন প্রধান শিক্ষক আ:মালেক। বরাদ্দের অর্থ কোন কাজে ব্যবহার করেছেন তাও দেখা যায় নি বিদ্যালয়টিতে।

 
এ বিষয়ে শিক্ষা অফিসার রাহিমউদ্দীনকে মুঠোফোনে কল করা হলে তিনি জানান- আমি জুম মিটিংয়ে বিজি আছি পরে কথা হবে। 
 
 
 


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]