হবিগঞ্জ পুলিশ দেখে দৌড়ে পালানোর পর যুবলীগ নেতার মৃত্যু

আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৪:১৭:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৪:৪৩:২৪ অপরাহ্ন
 
 
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের রাখাই উপজেলায় পুলিশ দেখে দৌড়ে পালিয়ে গিয়ে হবিগঞ্জের লাখাই উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফজল উদ্দিন ইমনের (৪৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।


ইমন উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত মিনহাজ উদ্দিনের ছেলে স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে তেঘরিয়া গ্রামের একটি স্টলে বসে চা খাচ্ছিলেন ফজল উদ্দিন ইমন।


এ সময় পুলিশের গাড়ি দেখে তিনি দৌড়ে পালিয়ে এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। সেখানে তিনি বুকে ব্যথা অনুভব করছেন জানালে তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 
পারিবারিক সূত্রে জানা যায়, ইমন যুবলীগ করার কারণে পুলিশ তাকে কয়েকবার গ্রেপ্তরের চেষ্টা করেছে। এতে তিনি আতঙ্কিত সময় পার করছিলেন। গ্রেপ্তার থেকে বাঁচতে তিনি কয়েক মাস বাড়িতে থাকেননি। দুই দিন আগে তিনি গ্রামে ফেরেন। মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সদস্য মো. ছুরুক মিয়া জানান, পুলিশ দেখে ভয়ে দৌড়ে পালানোর সময় অসুস্থ হয়ে পড়েন ইমন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুধবার (২১ মে) বাদ জোহর গ্রামের বাড়িতে জানাজার নামাজের পর দাফন সম্পন্ন হয়েছে।

 
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী মিয়া জানান, থানার উপ-পরিদর্শক আক্তারাজ্জামানের নেতৃত্বে একটি টহল টিম মঙ্গলবার সন্ধ্যায় তেঘরিয়া গ্রামে যায়। তখন পুলিশ দেখেই দৌড়ে পালিয়ে যান ইমন। তিনি রাতে ভাত খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে পারিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]