কাউখালীতে ব্যালটে ভোট দিয়ে নেতা নির্বাচিত করলেন ইউনিয়ন বিএনপি নেতা কর্মীরা

আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৪:০৯:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৪:২৯:২৩ অপরাহ্ন
 
 
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। পিরোজপুরের কাউখালীতে ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নেতা নির্বাচিত করলেন উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২০ মে) উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ইউনিয়নের পারসাতুরিয়া ছালেকিয়া দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে।


কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশনের শুভ সূচনা হয়। সম্মেলন উদ্বোধন করেন, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির। 


ইউনিয়ন বিএনপির  সভাপতি মোঃ হাফিজুর হক ইউলেটের সভাপতিত্বে  সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

 
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য এ্যাড সৈয়দ সাব্বির আহম্মেদ।


বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিঞা, যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, জিয়াউল হাসান নিক্সন, রফিকুল ইসলাম রফিক, সৈয়দ বাহাউদ্দিন পলিন, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য শাফিউল আজম ভিপি দুলাল, শাহ ইমরান ফারুক প্রমুখ। এসময় উপজেলা - ইউনিয়ন বিএনপি ও  অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 
প্রধান অতিথির বক্তব্যে জেলা  বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, বিএনপি সাধারণ মানুষের একটি  গনতান্ত্রিক দল,  বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের অধিকার আদায়ের লক্ষে কাজ করে আসছে। বিগত আওয়ামী স্বৈরাচারী সরকার হামলা ও মিথ্যা গায়েবি মামলা দিয়ে  বিএনপির নেতাকর্মীদেকে নির্যাতন হয়রানি করে। বিগত আওয়ামী স্বৈরাচারী সরকারের সকল নির্বাচন ছিলো একতরফা, যেখানে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন প্রয়োজন দেশকে সঠিকভাবে পরিচালনা করতে একটি সঠিক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সে লক্ষে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে কাউন্সিলর গণের প্রত্যক্ষ ভোট ও সর্ব সম্মতিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]