মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ বৃস্টি হলেই সৃস্টি হয় সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের হাটপাঙ্গাসী বাজারে জলাবদ্ধতা। উপজেলার হাটপাঙ্গাসী বাজার প্রধান সড়কের মধ্যে ফজলের মোড় থেকে খলিল মোড় হয়ে পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ মাঠ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কের ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করছে।
কিন্তু দীর্ঘদিন সংস্কার অথবা পাকা না হওয়ায় সড়কটির অবস্থা বেহাল হয়ে পড়েছে। সড়কের মাঝে ইটগুলো সরে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ফলে যানবাহন চলাচলে হিমশিম খেতে হচ্ছে। যেকোনো মূহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনাও। বছরের পর বছর চলে গেলেও এ যেনো দেখার কেউ নেই।
এমতাবস্থায় জনদুর্ভোগ লাঘবে উপজেলার হাটপাঙ্গাসী ফজলের মোড় থেকে খলিল মোড় হয়ে পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ মাঠ পর্যন্ত সড়কটি সংস্কার অথবা পাকা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোড়দাবি জানিয়েছেন অত্র এলাকাবাসী।