
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে অভিযানে ২ জন আ’লীগ কর্মী-সহ ১৭ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগরগোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আওয়ামীলীগ কর্মী পঙ্কজ দাস (৩৩), সে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ফুদকি পাড়ার তপন কুমার দাসের ছেলে ও রাজিব একই থানার হেতেমখাঁ সবজিপাড়ার মৃত চাঁদ আলীর ছেলে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাÐ ও অন্যান্য অপরাধের অভিযোগে আ’লীগের ২জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও নগর পুলিশের অভিযানে ১৫ জনকে গ্রেফতার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, এবং অন্যান্য অপরাধে ১০ জন রয়েছে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণশেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।