
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরির অপরাধে আরিফা লাচ্ছা সেমাই নামে এক কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চূড়ালি গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারখানার মালিক আব্দুল ওয়াহাবকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা।
ভ্রাম্যমান আদালতসূত্রে জানা গেছে, ওই কারখানার মালিক আব্দুল ওহাব দুই বছর যাবত সেমাই তৈরি করে বাজারজাত করে আসছিলেন। কারখানাটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনপ্রাপ্ত। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানায় গিয়ে দেখা যায়, সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন সেমাই তৈরি করা হচ্ছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।