মারপিট ও বলপূর্বক সম্পত্তি আদায়ের মামলার আসামী রুহুল আমিন র‌্যাব কর্তৃক গ্রেফতার।

আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০১:২৭:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০১:২৭:৫৪ অপরাহ্ন



নিজস্ব প্রতিবেদক : মারপিট ও বলপূর্বক সম্পত্তি আদায়ের মামলার আসামী রুহুল আমিন (২৯) র‌্যাব-১০ কর্তৃক রাজধানীর লালবাগে গ্রেফতার।


গত ১১/০৫/২০২৫ তারিখ রাত অনুমান ১২.৩০ ঘটিকার সময় ভিকটিম ওদুদ মিয়া (৩২) এর রাজধানীর হাজারীবাগ থানাধীন চর ওয়াশপুরস্থ ভাড়া বাসায় বিদ্যুৎ না থাকায় ভিকটিম বাসা থেকে বের হলে পূর্ব শত্রুতার জেরে আসামী মোঃ রুহুল আমিন (২৯)’সহ অপরাপর আসামীগণ দেশীয় অস্ত্র-শস্ত্র দ্বারা ভিকটিমকে মারধর করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে বাসায় অনধিকার প্রবেশ করে মূল্যবান সামগ্রী জোরপূর্বক নিয়ে যায়।

 

উল্লেখ্য যে, আসামী মোঃ রুহুল আমিন পূর্বে একজন গৃহকর্মীকে ভিকটিমের বাসায় নিয়োজিত করে দেয়। কিন্তু উক্ত গৃহকর্মীকে পছন্দ না হওয়ায় ভিকটিম গৃহকর্মীকে কাজ থেকে বাদ দেয় যার ফলে আসামী মোঃ রুহুল আমিন এর সহিত শত্রুতামুলক সম্পর্কের সৃষ্টি হয়।

 

উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে ডিএমপি, ঢাকার হাজারীবাগ থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত ঘটনায়  জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।



এরই ধারাবাহিকতায় অদ্য ১৯/০৫/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.১০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন নবাবগঞ্জ পার্ক এলাকায় একটি অভিযান পরিচালনা করে ডিএমপি, ঢাকার হাজারীবাগ থানার মামলা নং- ১৭, ধারা- ৩২৩/৪৪৮/৩৪২/৩৮৪/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড, ১৮৬০ এর এজাহারনামীয় পলাতক আসামী মোঃ রুহুল আমিন (২৯),  পিতা- মোঃ মোবারক হোসেন, সাং- চর ওয়াশপুর, থানা- হাজারীবাগ, ডিএমপি, ঢাকা‘কে গ্রেফতার করে।  



গ্রেফতারকৃত আসামী’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]