বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল শাখার হাবিবা উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী

আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০১:১২:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০১:১২:৪৬ পূর্বাহ্ন
 
 
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরুস্কারে মনোনিত হয়েছেন হাবিবা। তিনি বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল শাখার মেধাবী শিক্ষার্থী।


হাবিবা পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (পিবিজিএসআই) স্কিমের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরুস্কারে মনোনিত হয়েছেন। সোমবার (১৯ মে,) বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার"র শিক্ষামন্ত্রনালয়ের ওয়েব সাইটে শ্রেষ্ঠ  শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়।


এতে বানারীপাড়া উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরুস্কারে মনোনিত হয়েছেন, হাবিবা বানারীপাড়া পৌরসভার  ৪ নম্বর ওয়ার্ডের মোঃ মিজান হাওলাদার ও শ্রেষ্ঠ জয়িতা রাজিয়া দম্পতির ছোট মেয়ে হাবিবা।

 
তিনি গত বছর বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (সর্বোচ্চ নম্বর) অর্জন করে বরিশাল সরকারি মহিলা কলেজে ভর্তি হন। হাবিবা বরিশাল শের- ই বাংলা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী দেশজুড়ে আলোচিত সেই অদম্য মেধাবী সাদিয়া আফরিন হারিছার ছোট বোন।

 
প্রজ্ঞাপন থেকে জানা গেছে, হাবিবা এ শ্রেষ্ঠত্বের জন্য সনদ ও দশ হাজার টাকা অর্থ পুরুস্কার পাবেন। এদিকে হাবিবার এ কৃতিত্ব অর্জনে উপজেলা ভোকেশনাল শিক্ষক সমিতির নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]