রাজশাহী নগরীতে অ্যাম্বুলেন্সে গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার

আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১০:৩২:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১০:৩২:৫৫ অপরাহ্ন


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর নগরীতে অ্যাম্বুলেন্সে যাত্রী বেশে ধানের বস্তায় গাঁজা পরিবহনকালে মোঃ গোলাম সারোয়ার জাহান (২৫),নামের এক মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (১৯ মে) ভোর রাত সাড়ে ৪টায় নগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যন্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


এ সময় একটি বস্তার ভেতরে রাখা ২০ কেজি ধান ও ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতার মাদক কারবারী মোঃ গোলাম সারোয়ার জাহান, সে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন কৃষ্ণপুর গ্রামের মোঃ হুমায়ন কবিরের ছেলে। সোমবার (১৯ মে) বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 


র‌্যাব জানায়, সোমবার ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড হতে অ্যাম্বুলেন্সে যাত্রী বেশে ১ জন মাদক কারবারী চাঁপাইনবাবগঞ্জে বিক্রির উদ্দেশ্যে গাঁজা বহন করে নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অ্যাম্বুলেন্সে অভিযান পরিচালনা করে বস্তার মধ্যে থাকা ধানের ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৬কেজি গাঁজা-সহ তাকে গ্রেফতার করে।


এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এদিন সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]