বিজয়নগর প্রশাসনিক ভবনে অপরিচ্ছন্ন শৌচাগার, ব্যবহার করছেনা কেউ

আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১২:৩৮:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১২:৩৮:০৭ পূর্বাহ্ন
 
 
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ৪তলা বিশিষ্ট প্রশাসনিক ভবনের শৌচাগারগুলো নিয়মিত পরিষ্কার না করার কারণে সেগুলোতে শ্যাওলা জমে মারাত্মক দুর্গন্ধ ছড়াচ্ছে। অধিকাংশ শৌচাগারে সাবান ও টিস্যুর ব্যবস্থা নেই। এমনকি টিস্যু ফেলার পর্যাপ্ত ঝুড়িও রাখা হয়নি।

 
প্রতিটি দপ্তরে কর্মকর্তা কর্মচারীদের অফিস কক্ষের বাথরুম বেসিন গুলো পরিস্কার শুধু মাত্র সেবা নিতে আসা সাধারণ মানুষ ব্যবহারের অনুপযোগী বাথরুম বেসিন।
সরজমিনে গিয়ে দেখা যায় এই শৌচাগারে টিস্যু এবং টিস্যু ফেলার জন্য নির্দিষ্ট কোন ঝুড়ি নেই।শৌচাগারের বেসিনগুলো পানি ভর্তি ও নোংরা অবস্থায় দেখা যায়।অধিকাংশ শৌচাগারের দরজায় ছিটকিনিও ভেঙে গেছে। ভাঙা বেসিন ও ভাঙা পানির টেপগুলো থেকে অনবরত পানি পড়ছে।

 
শৌচাগারগুলো নিয়মিত পরিষ্কার না করার কারণে এমন অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। যার কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে অধিকাংশ শৌচাগার। দূর্গন্ধে কেউ ব্যবহার করতে পারছেনা,বরং অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি।


 
এ বিষয়ে ক্লিনারদের দায়িত্বের অবহেলার কথা উল্লেখ করে উপজেলা প্রকৌশলী মুহাম্মদ আশিকুর রহমান জানান, যত দ্রুত সম্ভব পরিস্কার করার ব্যবস্থা করা হবে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]