নগরীতে আ’লীগ কর্মী রাবি পরিক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী পরিচালক ইমনসহ গ্রেফতার ১৫

আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১২:১৪:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০২:৩৪:৫৪ পূর্বাহ্ন



মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে আ’লীগ কর্মী- সহ ১৫জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আওয়ামীলীগ কর্মী ও আলী মোহাম্মদ নুসায়ের ওরফে ইমন (৪০), তিনি রাবি পরিক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী পরিচালক (এ্যাড হক) এবং রাসিক সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সহচর।


তিনি মহানগরীর মতিহার থানার কাজলা পুকুরপাড় এলাকার মোঃ এসকেন্দার আলী ওরফে নোভেল মোল্লার ছেলে ও মোঃ শাহিন (২৩), সে একই থানার ধরমপুর এলাকার মোঃ রবকুলের ছেলে। রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।


তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে ২জন আ’লীগ কর্মীকে গ্রেফতার হয়েছে।


এছাড়াও নগর পুলিশের অভিযানে ১৩ জন গ্রেফতার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]