কালীগঞ্জে পুলিশের অভিযান: চোলাই মদসহ মা-মেয়ে গ্রেফতার

আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ১০:২৪:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ১০:২৪:২৭ অপরাহ্ন
 
 
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মা শান্তি গমেজে (৬৫) ও মেয়ে শিমুল কোরাইয়াকে (৪৫) গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

 
রোববার (১৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে, শনিবার (১৭ মে) সন্ধ্যায় ওসির নেতৃত্বে পরিচালিত অভিযানে তিরিয়া গ্রামের শান্তি ও তার মেয়ে  শিমুলকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা ওই গ্রামের মৃত বার্নাট কোরাইয়ার স্ত্রী ও মেয়ে।

 
থানা সূত্রে জানা গেছে, অভিযানে তাদের বাড়ির রান্নাঘরের বাঁশের সিলিংয়ের ওপর থেকে চোলাই মদ এবং মদ তৈরির কাজে ব্যবহৃত একটি সিলভারের পাতিল উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ২৪ (ক)/৩৭ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর-১৪, তারিখ-১৭/০৫/২০২৫)। 

 
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, “মাদক নির্মূলে কালীগঞ্জ থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]