তানোরে নিখোঁজ হওয়া যুবককে হত্যা ২০ দিনপর বস্তাবন্দি গলীত লাশ উদ্ধার

আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ১১:৪৩:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ১১:৪৩:১১ অপরাহ্ন



দেলোয়ার হোসেন সোহেল তানোর থেকে : রাজশাহীর তানোরে প্রেমের খপ্পরে পড়ে নিখোঁজ হওয়া প্রেমিক যুবককে জবাই করে হত্যার ২০দিন পর বাড়ির পার্শ্বের পূর্ব দিকের শিব নদীর কচুরী পানার নিচ থেকে বস্তাবন্দী মাথা বিচ্ছিন্ন অবস্থায় গলীত লাশ উদ্ধার করেছে তানোর থানা পুলিশ। এঘটনায় প্রেমিকার বাবা ও মাকে জিজ্ঞাসাবাদ জন্য থানায় নেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোর পৌর এলাকার কালিগঞ্জ হাবিবনগর পালপাড়া গ্রামে।


শনিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা দুর্গন্ধের সূত্র ধরে লাশের বস্তা দেখে এলাকাবাসী ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের বাড়ীর পূর্বদিকে অনুমান ৭শ' গজ দূরে শিব নদীতে কচুরিপানার মধ্যে থেকে তার গলীত লাশের হাড্রি ও বিচ্ছিন্ন করা মাথাসহ বস্তা বন্দী লাশ উদ্ধার করেন। ওই যুবক প্রেমিকের নাম চিত্তরঞ্জন পাল (২৭)। তিনি তানোর পৌর এলাকার কালিগঞ্জ হাবিবনগর পালপাড়া গ্রামের শ্রী মনোরঞ্জন পালের পুত্র। 


এলাকাবাসী ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, একই গ্রামের শ্রী স্বপন পালের কন্যা  কামনা রানী (২৫) এর সাথে প্রায় ৬ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। কিছুদিন আগে তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি ২ পরিবারসহ গ্রামবাসীর মধ্যে প্রকাশ পেয়ে যায়। ২ পরিবারই তাদের প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে। গত ২৬ এপ্রিল রাতের খাবার খেয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলো। ভোরে ওই যুবককে তার পরিবারের লোকজন তার ঘরে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ছেলেকে কোথাও না পেয়ে তার বাবা পরদিন ২৭ এপ্রিল তানোর থানায় একটি সাধারন ডায়েরী করেন যার নং ১৩৫৩ তারিখঃ ২৭/০৫/২৫ খ্রি।


তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, লাশের বস্তা বন্দী হাড্ডি উদ্ধার করে  ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় থানায় ৫ (পাঁচ) জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।


তিনি বলেন, যুবক নিখোঁজের পরদিনই থানায় একটি সাধারন ডায়েরী করা ছিলো। যুবক নিখোঁজের পর থেকে প্রেমিকা ও তার ভাই পলাতক রয়েছে। লাশ উদ্ধারের পর পরই প্রেমিকার বাড়িতে অভিযান চালিয়ে প্রেমিকার বাবা সপন পাল ও মা ছবি রানি এবং প্রেমিকার ভাবিকে আটক করা হয়েছে বাকি ২ (দুই) জন আসামীকে গ্রেফতার করার চেষ্টা চলছে। 






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]