কুদ্দুস মোল্লা হত্যা মামলার আসামী দবির মাতুব্বর র‌্যাব কর্তৃক গ্রেফতার।

আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০৮:৪৯:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০৮:৪৯:৩৮ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরের ভাঙ্গায় কুদ্দুস মোল্লা হত্যা মামলার আসামী দবির মাতুব্বর (৬৫) ঢাকার কেরাণীগঞ্জ হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।


গত ০৪/০৫/২০২৫ তারিখ রাত অনুমান ২০.৩০ ঘটিকার সময় ভিকটিম আ: কুদ্দুস মোল্লা (৫৫) মসজিদে এশার নামাজ শেষে তার বাড়ির উদ্দেশ্যে রওনা করলে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন মক্রমপট্টি পশ্চিম পাড়া তিন রাস্তার মসজিদ সংলগ্ন ব্রীজের দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর পৌছালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামী দবির উদ্দিন মাতুব্বর (৬৫)’সহ সঙ্গীয় অপরাপর আসামীগণ ভিকটিমকে দেশীয় অস্ত্র-শস্ত্র দ্বারা ভিকটিমের গলায় কুপিয়ে ও এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। ভিকটিমের ডাক চিৎকারে ভিকটিমের ভাই ফিদু (৪৮)’সহ আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীগণ তাদেরকেও এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। মারামারির এক পর্যায়ে আসামীগণ ভিকটিমদের বসতঘরেও হামলা করে ২ লক্ষ টাকার ক্ষতিসাধন সহ ৫,৫০,০০০/- টাকা ও ০৭ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।


পরবর্তীতে ভিকটিমদের চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম আ: কুদ্দুস মোল্লা’কে মৃত ঘোষণা করেন, এবং অন্যান্য ভিকটিমগণ উক্ত হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে ভিকটিম ফিদু উল্লেখিত ঘটনায় ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় এজাহার দায়ের করলে মামলা নং- ০৮, তারিখ- ০৫/০৫/২০২৫ খ্রি., ধারা-১৪৩/৩৪১/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/
৩২৬/ ৩০৭/৩০২/৪২৭/ ৩৮০/৫০৬(২)/৩৪/১১৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়।


এরই ধারাবাহিকতায় অদ্য ১৭/০৫/২০২৫ তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকায় উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রাপ্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন দরিগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত আ: কুদ্দুস মোল্লা হত্যা মামলার এজাহারনামীয় আসামী দবির উদ্দিন মাতুব্বর (৬৫), পিতা- মৃত জমসেদ মাতুব্বর, সাং- মক্রমপট্টি, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]