তাহেরপুরে গাঁজা সেবন অবস্থায় কিশোর গ্যাং এর মুল হোতা সহ পাঁচ সদস্য আটক

আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ১০:৪৩:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ১০:৪৩:৩৭ অপরাহ্ন
 

 

নিজস্ব প্রতিবেদক

গত পাঁচ আগস্টের পর থেকে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় সক্রিয় হোয়ে উঠেছে কিছু উঠথি বয়সী কিশোর।

যারা রাজনীতিক ছত্রছায়ায় তাহেরপুরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষকে জিম্মি করে অর্থ আদায় সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, আর তাদের এই সকল অপরাধে সহযোগিতা করেছেন তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র আবু নাঈম সামসুর রহমান মিন্টু।

আজ (১৬ মে) আনুমানিক রাত ৯.৪০ ঘটিকার সময় ঐ কিশোর গ্যাং এর মূল হোতা মিনহাজ (১৬) সহ আরো ৪ জন আওয়ামী লীগের তাহেরপুর অফিসের ছাদে বসে গাঁজা সেবন করছিল, এমন সময় পুলিশ তাঁদের হাতে নাতে গাঁজা সেবন অবস্থায় আটক করে।

মিনহাজ তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ড বাছিয়া পাড়ার বাসিন্দা আঃ মান্নান এর ছেলে। মান্নান বিএনপির রাজনীতির সাথে জড়িত আছে বলে জানা যায়।

মিনহাজের বিরুদ্ধে তাহেরপুর কলেজের ছাত্র না হওয়া সত্ত্বেও রাজনৈতিক প্রভাব বিস্তার করতে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে কলেজে ছাত্র-ছাত্রীদের ভয় দেখিয়ে নানা অপকর্ম করে, এমনকি কলেজের শিক্ষকদেরও নানা ভাবে মানহানি করে।

এবিষয়ে জানতে চাইলে, তাহেরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, মিনহাজ সহ ৫ জন কিশোরকে গাঁজা সেবন রত অবস্থায় আটক করা হয়েছে।

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]