হবিগঞ্জে মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশে চাকরী পেলেন ২৯ তরুণ-তরুণী

আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৫:৫৭:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৫:৫৭:৪২ অপরাহ্ন
 
 
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জ জেলায় মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেলেন ২৯ জন তরুণ-তরুণী। এর মধ্যে মেধা কোটায় ২৮ ও মুুক্তিযোদ্ধা কোটায় ১ জন নির্বাচিত হয়েছেন।


ওই ২৯ জনের মধ্যে টমটম চালক, চা-শ্রমিক, দিনমজুর, এতিমসহ বিভিন্ন অসহায় দরিদ্র পরিবারের ছেলে-মেয়েরা রয়েছেন। কোনো প্রকার তদবির ও ঘুষ ছাড়াই মেধার ভিত্তিতে তারা উত্তীর্ণ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় হবিগঞ্জ পুলিশ লাইনে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন, পুলিশ সুপার এ.এন. এম সাজেদুর রহমান।


এ সময় তিনি প্রাথমিকভাবে নির্বাচিত সকলকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এদিকে, জনপ্রতি মাত্র ১২০ টাকা খরচ করে চাকরী লাভ করায় খুশিতে আত্মহারা হয়ে উঠেন তরুণ-তরুণী। অনেকেই আবেগ-প্রবণ হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

 
সম্প্রতি নিয়োগপ্রাপ্তরা জনপ্রতি ১২০ টাকা খরচ করে চাকুরীর জন্য আবেদন করেছিলেন। এরপর জেলা পুলিশের অনুক‚লে বিভিন্ন ধাপে নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয় পরে নিয়োগ প্রক্রিয়ায়।

 
শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে মেধা সম্পন্ন যোগ্য প্রার্থীদের প্রাথমিক ভাবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া অপেক্ষামান তালিকায় মেধা কোটায় ৫ ও মুক্তিযোদ্ধা কোটায় আরও ১ রয়েছেন। গত ১০ এপ্রিল সেবার ব্রতে চাকরি' এই প্রত্যয়ে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে এ নিয়োগ পরীক্ষার কার্যক্রম শুরু হয়। শুরুতে নিয়োগ পরীক্ষায় ৭৪৪  জন আবেদন করেন। মাঠের পরীক্ষা শেষে ৩২৬ জন উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্র্ন হয় ৬৭ জন। এর মধ্যে মনস্তাতিত্ত¡ক ও মৌখিক পরীক্ষা শেষে যোগ্য ও মেধা সম্পন্ন ২৯ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।


পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান বলেন, ‘স্বচ্ছ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে যোগ্য ব্যক্তিদের আমরা প্রাথমিকভাবে নির্বাচিত করেছি। এই নিয়োগ প্রক্রিয়ায় বিন্দুমাত্র অনিয়ম হয়নি। কোনো ধরনের তদবির বাণিজ্য ছাড়াই শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষ ভাবে, শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুরো নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]