বাকৃবিতে শিক্ষকদের পরীক্ষাসংক্রান্ত পারিশ্রমিক বিলের ডিজিটাল অটোমেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০২:১৮:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০২:১৮:২৬ অপরাহ্ন
 

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষকদের পরীক্ষাসংক্রান্ত পারিশ্রমিক বিল প্রক্রিয়ার স্বয়ংক্রিয়করণ (অটোমেশন) ও অনলাইন অ্যাপোস্টিল সার্টিফিকেশন বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মশালাটি বৃহস্পতিবার (১৫ মে) বিকালে কৃষি অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।  


‘অটোমেশন ফর এগ্‌জামিনেশন রিমিউনারেশন বিল অ্যান্ড অনলাইন অ্যাপোস্টিল সার্টিফিকেশন’ শীর্ষক ওই কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদ। কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার এবং সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখ।


কর্মশালায় আরও, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবিরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও দপ্তরের মোট ৭০ জন শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।


কর্মশালায় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন এবং শিক্ষকদের রেমুনারেশন বিল অটোমেশনের সফটওয়্যার বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন।  


প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এই অটোমেশন উদ্যোগকে শিক্ষক সমাজের জন্য একটি সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষকরা দ্রুত ও স্বচ্ছভাবে তাঁদের প্রাপ্য বিল বুঝে পাবেন, যা প্রশাসনিক কাজের গতি বৃদ্ধি করবে।


এছাড়া তিনি এই প্রকল্প বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেকশনের সমন্বিত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান, বিশেষ করে আইসিটি সেলকে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটকে আরও তথ্যবহুল, ইউজার-ফ্রেন্ডলি ও ডাইনামিক করার লক্ষ্যে প্রয়োজনীয় অর্থায়নের প্রতিশ্রুতিও দেন।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]