
মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। নিহত মিজানুর রহমান (৩০) ধলাপাড়া সমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার বাড়ি ধনবাড়ী উপজেলার কলমপুর গ্রামে।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৮টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের উপজেলার দেউলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধনবাড়ী থেকে শিক্ষক মিজানুর রহমান মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল ঘাটাইল উপজেলার ধলাপাড়া সমির উদ্দিন হাই স্কুলে দিকে যাচ্ছিলেন। দেওলাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম বলেন, পরিবারের সঙ্গে কথা বলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।