রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিপিএলের পর্দা উঠল

আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৫:১৭:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৫:১৭:১৯ অপরাহ্ন
 
 
নিজস্ব প্রতিবেদক : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) বাংলা বিভাগের আয়োজনে বাংলা প্রিমিয়ার লীগ (বিপিএল) সিজন-২এর পর্দা উঠেছে। আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-২এর খেলার মাঠে উদ্বোধন করা হয়। 
 
 
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে টিম-অগ্নিবীণা এবং টিম নৈবেদ্য। এ সময় বিগত বছরের চ্যাম্পিয়ন দল একলব্য এবং রানার্সআপ দল বিভাস, বিভাগের চেয়ারম্যান মো.মাইনুল ইসলামের হাতে ট্রফি হস্তান্তর করেছে। 

 
এ সময়ে বাংলা বিভাগের চেয়ারম্যান মোঃ মাইনুল ইসলাম বলেন,"ব্যক্তির শারিরীক সুস্থতা, মানসিক সুস্থতা এবং পারস্পরিক সম্প্রীতির জন্য খেলাধুলার বিকল্প নেই। বাংলা বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খেলার ইভেন্টে কৃতিত্বের সাথে অংশ নিয়েছে। এই আয়োজন তাদের খেলার দক্ষতা আরও বৃদ্ধি করবে বলে আমরা বিশ্বাস করি।

 
টুর্নামেন্টের তত্ত্বাবধানকারী শিক্ষকমণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা জানাই। এছাড়াও বিশেষ ধন্যবাদ জানাই বাংলা বিভাগ ক্রীড়া কমিটির সকল সদস্যকে।"

 
এর আগে, ট্রফি হস্তান্তরের পর বাংলা বিভাগের শিক্ষকদের মাধ্যমে দলের ক্যাপ্টেনদের কাছে দলগুলোর জার্সি উন্মোচন করা হয়।

 
এ সময়ে উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীরা।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]