নিজস্ব প্রতিবেদক : ধর্ষণসহ হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী সবুর (৪৫) ফরিদপুরের সদরপুরে র্যাব-১০ কর্তৃক গ্রেফতার।
গত ১৯/০৪/২০২৫ তারিখ রাত অনুমান ২৩.০০ ঘটিকার, সময় ভিকটিম (৩৬) বিশেষ প্রয়োজনে বাসা থেকে বের হলে আসামী সবুর খালাসী (৪৫) এবং তার সঙ্গীয় মমরেজ খালাসী (৫০) পরস্পর যোগসাজশে ভিকটিমকে তাদের নতুন বসত বাড়ীর দক্ষিণ ভিটির ঘরে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে মুখ চেপে ধরে হত্যা নিশ্চিত করে। পরবর্তীতে ভিকটিমের মেয়ের অভিযোগের প্রেক্ষিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানার মামলা নং- ১০/৩৮, তারিখ- ২০/০৪/২০২৫, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯ (২) মামলা রুজু হয়।
উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৪/০৫/২০২৫ তারিখ রাত আনুমান ২০.১৫ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার সদরপুর থানাধীন কৃষ্ণপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ধর্ষণের পর হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামী সবুর খালাসী (৪৫), পিতা- রসা খালাসী, সাং- খালাসী ডাঙ্গী, থানা- সদরপুর, জেলা- ফরিদপুর'কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।