শেখ হাসিনার সাথে গ্রুপ মিটিং : বুড়িচংয়ের আ’লীগ নেতা এড. রেজাউল করিমকে গ্রেফতার

আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০১:৩৯:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০১:৩৯:৫৫ অপরাহ্ন


বুড়িচং কুমিল্লা প্রতিনিধি। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভার্চুয়াললি গ্রুপ মিটিংয়ে অংশগ্রহণ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে বুড়িচং উপজেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট রেজাউল করিমকে গ্রেফতার করেছে পুলিশ। 


মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর একটি বাসা থেকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।


গ্রেফতারকৃত এডভোকেট রেজাউল করিম কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি বুড়িচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।


পুলিশ জানায়, গত বছরের জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলা ও গুলির ঘটনায় এ বছরের ১০ই ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতার রেজাউল করিম গ্রেফতার হয়েছিলেন। পরবর্তীতে জামিনে এসে সরকার বিরোধী কার্যকলাপ ও সম্প্রতি সময়ে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভার্চুয়াললি গ্রুপ মিটিং এ অংশগ্রহণ করেন তিনি। 


এছাড়াও সম্প্রতি সময়ে তার নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগের কিছু নেতাকর্মী নাশকতার প্রস্তুতি নিয়েছিল। বুধবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 


এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, গ্রেফতারকৃত এডভোকেট রেজাউল করিম বুড়িচং উপজেলা আওয়ামী লীগের একজন নেতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার সাথে তার সংস্পৃক্ততা রয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]