রায়গঞ্জের বিভিন্ন এলাকায় গাছে গাছে শোভা পাচ্ছে জামরুল

আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০৭:১৩:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০৭:১৩:৫৯ অপরাহ্ন
 


 

 

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের বিভিন্ন এলাকায় গাছে গাছে শোভা পাচ্ছে মৌসুমী ফল জামরুল। গ্রীষ্মের জনপ্রিয় এই ফল খেতে তেমন মিষ্টি না হলেও পুস্টিগুন ভরা। এই জামরুল দেখতে অসাধারণ।



গাছের দিকে তাকালে মন-প্রাণ জুড়ে যায়। উপজেলার বিভিন্ন বাড়ির আশপাশে, বিভিন্ন বাগানে, বাজারের ফাঁকা যায়গায় প্রচুর পরিমাণ ধরেছে এই ফল। গাছের প্রায় প্রত্যেকটি ডালেই ধরেছে পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফল। এই ফল কাচা থাকা অবস্হায় কাঁচা টমেটোর মতোই শিদ্ধ করে ভর্তা হিসেবেও খাওা যায়। তাছাড়া সারাদিন কঠোর পরিশ্রমের পর এই ফল খেয়ে অতিরিক্ত তৃস্নাও নিবারণ করছেন অনেকেই।


গতকাল উপজেলার বিভিন্ন এলাকা ও হাট-বাজার ঘুরে দেখা যায় এবং উপজেলার বিভিন্ন হাট-বাজারে ফল ক্রয় করতে আসা বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা হলে তারা জানান, জামরুল ফল বেশ পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। আমাদের সময় তো প্রায় প্রত্যেকটি বাড়িতেই এই ফল গাছ দেখা যেতো।


তাছাড়া দুপুরে এই ফল খেয়ে অনেকটা সময় পার করতেন বলেও জানান তিনি। এই ফল যেমন পুষ্টিগুণ সমৃদ্ধ তেমনি দেখতেও অতুলনীয়। এ ফল প্রধানত সাদা ও লাল বর্ণের হয়ে থাকে। তবে সাদা থেকে লাল বর্ণেরটি একটু বেশী মিস্টি লাগে। তাছাড়া দিন দিন উপজেলার মানুষের মাঝে পুষ্টিগুণ ফল জামরুল সহ বিভিন্ন ফল ফলাদি চাষের আগ্রহ বাড়ছে বলে জানান উপজেলার অধিকাংশ ফল চাষিরা।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]