মোঃ অপু খান চৌধুরী। ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টিবাগানের উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল ১৩ মে (মঙ্গলবার) দুপুরে উপজেলা কৃষি অফিসার মাসুদ রানার সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসের সামনে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রতিটি মৌসুমে প্রান্তিক কৃষকেরা যেন সবজি, ফল ও পুষ্টির যেন অভাব না হয় তার জন্য কাজ করে চাচ্ছে ব্রাহ্মণপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ ধারাবাহিকতায় উপজেলার ৩৭ জন কৃষকের মাঝে পারিবারিক পুষ্টিবাগানের উপকরণ বিতরণ করা হয়েছে।যার মধ্যে রয়েছে দুই মৌসুমের সবজি বীজ, ফলের চারা, বীজ সংরক্ষণ পাত্র, নেট, ঝাঝরি, জৈব ও রাসায়নিক সারসহ অন্যান্য উপকরণ।
এ সময় উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি অফিসার হোসেন মিয়া মোঃ আবুল হোসেন আলেক হোসেন শামীমুল ইসলাম ভূঁইয়া প্রমূখ।