মির্জাগঞ্জে নদীতে সাঁতার কাটতে গিয়ে শিশুর মৃত্যু

আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ১২:২১:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ১২:২১:৩০ পূর্বাহ্ন
 

 
এস কে মিন্টু মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে নদীতে সাঁতার কাটতে গিয়ে মুবিন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

 
মঙ্গলবার (১৩ মে) দুপুর দেড় টার দিকে উপজেলার পূর্ব সুবিদখালীর বাঁধঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে। 

 
জানা যায়, দুপুরে শিশুটি তার দাদার সাথে নিজ বাসার পিছনে নদীর ঘাটে গোসল করতে যায়। ঘাটে গিয়ে শিশুটি সুইমিং টিউব নিয়ে নদীতে নেমে সাঁতার কাটতে থাকে। তখন শিশুটির দাদা ওই ঘাটে ভিড়ানো তার বালুর ড্রেজার একটা গাছের সাথে দড়ি দিয়ে বাঁধতে যায়। পরে হঠাৎ সে তাকিয়ে দেখে সুইমিং টিউবটি পামচার হয়ে নদীতে ভাসতেছে। শিশুটিকে দেখতেছে না। তখন সে সাথে সাথে নদীর পানিতে ঝাঁপিয়ে পড়ে শিশুটিকে খুঁজতে থাকে। খোজাখুজি করে শিশুটিকে না পেয়ে আশপাশের লোকজনদেরকে ডাকে। পরে অনেক লোকজন এসে পানিতে নেমে প্রায় ঘন্টাখানেক খোঁজাখুঁজির পর মাঝ নদীর তলদেশ থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

 
শিশুটির বাবা রাকিব মুন্সি ও মা মোসা. মুক্তা আক্তার একমাত্র শিশু সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পরেছে। শিশুটির দাদা-দাদি ও অন্যান্য আত্মীয় স্বজনের কান্না ও আহাজারিতে বাতাস ভারী হয়ে গেছে এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 
 


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]