রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে, বন সম্পদ সুরক্ষায় যৌথ অভিযানে পরিচালনায় অবৈধ চিড়াই কাঠ বোঝাই একটি পিকাপ সহ আটক করা হয়।
১২মে রাত্রে বিজিবি ও বন বিভাগের যৌথ টহলে অবৈধ কাঠ ও কাঠ বোঝাই ট্রাক জব্দ করেছেন টহল টিম। রাইখালী রেঞ্জ বন বিভাগের সমন্বয়ে যৌথ টহলকালে বড়খোলা পাড়া বিজিবি ক্যাম্প এলাকায় একটি অবৈধ চিড়াই কাঠ বোঝাই পিক- আপ আটক করা হয়।
বন বিভাগ সুত্রে জানা যায়, কাঠ বোঝাই পিকআপটি বৈধ মালিকানার খোজ করলে আশপাশে কোন মালিকানার তথ্য পাওয়া যায়নি।এবং কাঠে কোন হাতুড়ির চিহ্ন দেখা যায়নি।
ফলে জব্দ কৃত কাঠ ও গাড়িটি ১৯২৭ সালের বন আইন অনুযায়ী ৪১ ধারা মোতাবেক জ্বালানি কাঠ গাড়ি সহ (গাড়ি নম্বর সিলেট ড ১১- ০৮৬৪), উক্ত আইনের ৫২ (২) ধারা মোতাবেক U.D.O.R বন মামলা দায়ের করা হয়। বর্তমানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযুক্তদের শনাক্তকরণের পর P.O.R মামলা দায়ের করা হবে।
রাইখালি রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলামের কাছে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- "বনজ সম্পদের সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এবং বন সংরক্ষণে থাকুন, প্রকৃতিকে বাঁচান!