হিজলায় প্রাথমিক সহকারী শিক্ষকদের কর্ম বিরতি পালন।

আপলোড সময় : ১২-০৫-২০২৫ ১০:০০:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৫ ১০:০০:৩৮ অপরাহ্ন


হিজলা প্রতিনিধি : সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ন্যূনতম ১১ গ্রেড, ১০ ও ১৬ বছরের উচ্চতর গ্রেড সমস্যা সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে বরিশাল জেলার হিজলা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ সহকারি শিক্ষকদের নিবন্ধিত সংগঠনগুলোর সমন্বয়ে "প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ" কর্তৃক ঘোষিত কর্মবিরতি পালন করছেন।


হিজলা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত সারা দেশের ন্যায় তারাও এই কর্মবিরতি পালন করছেন।


বিভিন্ন সহকারী শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, দাবি আদায়ে তাদের নিবন্ধিত সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি পালন করছেন।


বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এস- ১২০৬৮ হিজলা উপজেলা শাখার সভাপতি, আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইয়েদুল আলম জানান, সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে দীর্ঘদিন যাবত আলোচনা, মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সমাবেশের মাধ্যমে আমাদের যৌক্তিক দাবি কর্তৃপক্ষের নিকট তুলে ধরা হয়েছে কিন্তু কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছেন না।


তাই সহকারি শিক্ষকদের নিবন্ধিত সংগঠনগুলোর কেন্দ্রীয় ঐক্য পরিষদ কর্তৃক এই কর্ম বিরতির কর্মসূচি ঘোষণা করা হয়েছে।


বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এস- ১২০৬৮ হিজলা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি উত্তর বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন রুবেল বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ চরম বৈষম্যের শিকার। আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাই।১১তম গ্রেড আমাদের ন্যায্য অধিকার।তাই কেন্দ্র ঘোষিত যেকোনো কর্মসূচি আমরা পালন করছি এবং ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]