সুলতানপুর ব্যাটালিয়ন কর্তৃক ৪ কোটি টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ

আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৯:৪৭:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৯:৪৭:৫৬ অপরাহ্ন


মোঃ অপু খান চৌধুরী।


সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা। গত ৪ থেকে ১১ মে সুলতানপুর ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ এলাকা ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত হতে শংকুচাইল, শশীদল, সালদানদী এবং বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে গংগাসাগর, ঘাগুটিয়া, চন্ডিদার, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা নামক স্থান হতে এসব অবৈধ মালামাল জব্দ করে।


সুলতানপুর ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধে অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। গত ৪ থেকে ১১ মে বিজিবি তাদের দায়িত্ব প্রাপ্ত এলাকা থেকে ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে।


জব্দকৃত ভারতীয় এসব অবৈধ মালামালের মধ্যে রয়েছে, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে GOLD BLECHI ক্রিম, HARDON BLUE ক্যাপসুল, অলিভ ওয়েল তৈল, আল্ট্রা ব্রাইট স্কিন ক্রিম, ইস্কাফ সিরাপ, কনসেব শ্যাম্পু, কফি, কিওট ট্যাবলেট, কোকোনাট তৈল, গরু, গ্রিপ ওয়াটার, চকলেট, চা পাতা, চাউল, চিংড়ি মাছের রেনু, চিনি, জিরা, ডরবিন ক্রিম, ডাবর লাল তেল, ডাবল আমলা তৈল, পন্ডস পাউডার, পোভিডোন আই ড্রপ, ফুসকা, বাজি, বিভিন্ন প্রকার চশমা, বিয়ার, ভীম বাটি, মাইবিউ স্কিন এন্ড হেয়ার, মেহেদী, মোবাইল ডিসপ্লে, শাড়ি, শিং মাছ, সিএনজি, সুপার শাহিন স্যুটের কাপড়, স্কিন সাইন ক্রিম, গাঁজা, এবং হুইস্কি। যাহার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা। এসময় কুমিল্লা জেলার বুড়িচং থানার বাকশিমুল গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ কবির হোসেন (৪০) একজনকে আটক করে।


এব্যপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি)
লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন,
সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]