মোঃ আইয়ুব চৌধুরী রাজস্থলী (রাঙ্গামাটি) "আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, নার্সিং পেশার উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব নার্স দিবস উদযাপিত হয়েছে রাঙ্গামাটির রাজস্থলীতে।
সোমবার (১২ মে) সকাল ১০ টায় রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সদের উপস্থিতিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিবলী শফিউল্লাহ।
তিনি বলেন, বিশ্বব্যাপী নার্সিং পেশা একটি মহৎ এবং সেবামুলক পেশা। রোগীদের সুস্থ করে গড়ে তুলতে ডাক্তারদের পাশাপাশি নার্সদের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য নার্সদের সঠিকভাবে প্রশিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে। নার্স যদি হাসি খুশিতে রোগীদের সাথে কথা বলে তাহলে রোগী অনেকটা সুস্থ হয়ে যায়। তাহলে যেকোন দেশ একটি সুস্থ জাতি প্রত্যাশা করতে পারবে।
উল্লেখ্য প্রতিবছর ১২ মে তারিখে আন্তৰ্জাতিক নার্স দিবস সমগ্র বিশ্বে পালন করা হয়। ১৮২০ সালের এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার মাৰ্গদৰ্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন - নার্সিং একটি পেশা নয় সেবা। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্ৰতি শ্ৰদ্ধা জানাবার সাথে বিশ্বের ধাত্রীদের রোগীদের প্ৰতি দেওয়া স্বাস্থ্যসেবার জন্য কৃতজ্ঞতা প্ৰকাশ করা হয়।